অনিরাপদ অবস্থায় বালু পরিবহনের দায়ে ৬ ট্রাক্টর আটক
কুড়িগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যস্ততম সময়ে অনিরাপদ অবস্থায় বালু পরিবহনের দায়ে ছয়টি ট্রাক্টর আটক করেছে ট্রাফিক পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অভিযান চালিয়ে এসব যান আটক করা হয়। পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা পুলিশের ট্রাফিক বিভাগ জানায়, শহরের ভেতর দিয়ে বেপরোয়াভাবে চলাচলকারী পণ্যবাহী যানবাহনগুলো আটক করা হয়। বিশেষত, বারবার সতর্ক করার পরও তারা উন্মুক্ত অবস্থায় বালু পরিবহন করতো। এতে তাদের গাড়ির পেছনে থাকা ব্যক্তি ও অন্য যানবাহন চালকদের চোখে-মুখে বালু উড়ে পড়তো। এতে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। অনাকঙ্ক্ষিত ঘটনা এড়াতে এসব যান আটক করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.