![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Flift-20201116184928.jpg)
৩৮ মিনিট লিফটে আটকা পড়লেন ১৮ আইনজীবী, উদ্ধার করল ফায়ার সার্ভিস
ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের লিফটে আটকা পড়লেন ১৮ আইনজীবী। তারা টানা ৩৮ মিনিট লিফটে আটকা থাকেন। খবর পেয়ে তাদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আদালতের পাঁচ তলা থেকে নামার সময় এ ঘটনা ঘটে। আটকা পড়ে সিনিয়র ৫-৬ আইনজীবী অসুস্থ হয়ে পড়েন।