![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252Ff8769dc7-8aad-43e5-9031-5b0ea01a3e10%252Fpic_3.jpeg%3Frect%3D0%252C333%252C1400%252C735%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252Fc2b5c9f4-47e6-419c-98d5-9d0c8933a75b%252FOG_Post.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
শীতের উষ্ণতায় থ্রো
প্রথম আলো
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০, ১৬:৩১
চলে এসেছে শীতকাল। শীতে ওয়ার্ডরোব এবং বাসাজুড়ে ছড়ানো অসংখ্য জিনিসের মধ্যে আমাদের আকর্ষণ কিন্তু সব সময় থাকে কোনো একটিকে নিয়ে। গরম চা বা কফিতে চুমুক দিতে দিতে শীতের সন্ধ্যা বা সকালে আমরা খুঁজি উষ্ণতা। নিজের প্রিয় কর্নারকে আরেকটু রঙিন ও আরামদায়ক করতে এই শীতে বাসায় রাখতে পারেন ট্রেন্ডি ও আরামদায়ক থ্রো।
- ট্যাগ:
- লাইফ
- শীতের আমেজ
- চা-কফি
- উষ্ণতা