ময়লার বিল ১০০ টাকা, নৈশপ্রহরীর ৯০; বেআইনি সিদ্ধান্ত কাউন্সিলরের, জানাল ডিএনসিসি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অনুমোদন ছাড়াই ২৯ নং ওয়ার্ডের বাসাবাড়ির ময়লার বিল ১০০ টাকা নির্ধারণ করেছেন স্থানীয় কাউন্সিলর আলহাজ্ব মো. সলিম উল্লাহ ওরফে সলু। নির্ধারিত ৩০-৫০ টাকা থেকে এক লাফে ১০০ টাকা করেছেন নিজের মর্জিমতো। পাশাপাশি নৈশ প্রহরীর চার্জও নির্ধারণ করেছেন বাসাপ্রতি ৯০ টাকা। আবার দোকানদারদের জন্য এ চার্জ ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্তও নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বভাবতই বিরাজ করছে ক্ষোভ।
সিটি করপোরেশন বলছে, করপোরেশনের অনুমোদন ছাড়া কাউন্সিলরের এমন অর্থ আদায়ের সিদ্ধান্ত বেআইনি। কাউন্সিলর বলছেন, বিভিন্ন স্থানে এর চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ পাওয়া যায়। ওই অনিয়মটাকেই ‘নিয়ম’ বানিয়ে ফেলতে স্বপ্রণোদিত হয়ে বাড়তি চার্জ নির্ধারণ করেছেন তিনি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
সমকাল
| মোহাম্মদপুর, ঢাকা
৯ মাস, ১ সপ্তাহ আগে
ঢাকা পোষ্ট
| গুলশান ২
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১১ মাস, ১ সপ্তাহ আগে