You have reached your daily news limit

Please log in to continue


এবার টাকা ছাড়া ছবি রাখার সমাধান দিলো গুগল

২০২১ সালের ১ জুন থেকে গুগল ফটোজ সার্ভিসে বিনামূল্যে আনলিমিটেড ছবি রাখা যাবে না। কিন্তু অনেকেই টাকা দিয়ে অনলাইনে ছবি রাখতে আগ্রহী নন। তাই তাদের সমস্যার সমাধানও দিলো গুগল। সম্প্রতি ‘গুগল টেকআউট’ নামের একটি সার্ভিসের সিদ্ধান্ত নিয়েছে গুগল। এটি এমন একটি সার্ভিস যার মাধ্যমে আপনি নিজের গুগল অ্যাকাউন্টের বিভিন্ন সার্ভিসে জমা রাখা ডেটাগুলো একত্রে সিলেক্ট করে আর্কাইভ করতে পারবেন। এর সাহায্যে আপনি গুগল ড্রাইভে রাখা ফাইল, কন্ট্যাক্ট, ইউটিউব ভিডিও এবং গুগল ফটোজে থাকা গুরুত্বপূর্ণ ছবিগুলোকে ডাউনলোডও করতে পারবেন। যেভাবে গুগল টেকআউট ব্যবহার করবেন - প্রথমে পিসি বা স্মার্টফোন থেকে গুগল অ্যাকাউন্টে লগইন করুন। তারপরে টেকআউটে যান
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন