কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অস্ত্র দেখিয়ে সোনালী ব্যাংকে লুটের ঘটনায় কেউ গ্রেপ্তার নেই

প্রথম আলো জীবননগর প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০, ১১:২৭

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সোনালী ব্যাংক উথলী শাখায় প্রায় ৯ লাখ টাকা লুটের ঘটনায় পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন ও ক্রাইম) এ কে এম নাহিদুল ইসলাম এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতি ও উদাসীনতাকে প্রধান কারণ হিসেবে দেখছেন।

এ কে এম নাহিদুল ইসলাম রোববার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) আবু রাসেল, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি সাংবাদিকদের কাছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকে ন্যূনতম নিরাপত্তাব্যবস্থা না থাকায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বাজারে যেখানে ব্যাংকটির অবস্থান এবং যে ভবনে কার্যক্রম পরিচালিত হয়; সেটি আদৌ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান চালানোর উপযোগী নয়। নিরস্ত্র যে আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাঁরা নিরাপত্তা বিষয়ে কতটা পারদর্শী, সেটাও একটি বিষয়। এখানে ব্যাংক কর্তৃপক্ষের গাফিলতি ও উদাসীনতা পরিলক্ষিত হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও