![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/vide_watermark.png&path=/uploads/news/2020/Nov/16/1605497794570.jpg&width=600&height=315)
ভজন গাইলো ঐশ্বরিয়া কন্যা
তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের একমাত্র সন্তান আরাধ্য বচ্চন। বাবা-মায়ের পাশাপাশি বচ্চন বাড়ির এই ছোট্ট সদস্যও প্রায় সময় খবরের শিরোনামে আসে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সময় আরাধ্য বচ্চনের স্কুলের বিভিন্ন পরিবেশনার ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন ঐশ্বরিয়া-অভিষেক দম্পতি। এবার মেয়ের গাওয়া ভজন শেয়ার করলেন ঐশ্বরিয়া।