উদ্ধার হলো খ্রিস্টপূর্ব আমলের ১০০টি ‘রহস্যময়’ কফিন
মিসরের সাক্কারা নেক্রোপলিসের কবরস্থান থেকে প্রায় আড়াই হাজার বছর পুরনো ১০০টি কফিন উদ্ধার করেছে দেশটির পর্যটন ও প্রত্নতত্ত্ব বিভাগ। রাজধানী কায়রোর দক্ষিণে অবস্থান এই কবরস্থানের। কফিনগুলোর মধ্যে বেশ কয়েকটিতে পাওয়া গেছে অক্ষত মমি। অন্তত ৪০টি কফিনে সোনার প্রলেপও দেওয়া রয়েছে। আর কিছু কফিনের ভেতরে সোনার মূর্তিও রয়েছে বলে জানা গেছে। খবর- আল জাজিরা।
আপাতত গবেষণার জন্য কফিন ও মমিগুলোকে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত কফিনগুলো পলিমেইক শাসনামলের বলে জানিয়েছেন মিসরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রী খালেদ এল-আনানি। ৩২০ থেকে ৩৩০ খ্রিস্টপূর্ব পর্যন্ত প্রায় ৩০০ বছর ছিল পলিমেইকের শাসনামল।
- ট্যাগ:
- জটিল
- রহস্যময় ঘটনা
- কফিন