You have reached your daily news limit

Please log in to continue


চির অবসরে কিংবদন্তী

সৌমিত্রের বিদায়ে স্মৃতির ডানা মেললেন সকল তারকা কী এক অনবদ্য জীবন পার করলেন সৌমিত্র চট্টোপাধ্যায়! অভিনয়, চিত্রকলা, বাচিকশিল্প, কথাসাহিত্য সর্বোত্রই নিজেকে বিস্তৃত করে সমৃদ্ধ করেছেন একটা জীবন। তার পরবর্তী কয়েক প্রজন্মের অভিনেতার কাছে তিনি শিল্পের সবচেয়ে উচ্চতর পাঠ হয়েই বেঁচে থাকবেন। তার এই মহাপ্রয়াণে অগণিত ভক্ত তারকা প্রকাশ করেছেন একজন সৌমিত্রর সঙ্গে তার শখ্য, ভক্তি, কাটানো স্মৃতির গল্প। তারই কিছু গল্প তুলে ধরা হলো শ্রদ্ধার্ঘ্য হিসেবে— সৌমিত্র’র সঙ্গে আমার বন্ধুত্বে কোনোকিছুই বাঁধা হয়ে দাঁড়ায়নি:অপর্ণা সেন কখনো মনে হয়নি আমি একটা বড় ছবিতে অভিনয় করছি। মনে হয়নি ছবির পরিচালক এক বিরাট মাপের মানুষ। আর আমার পাশে দাঁড়ানো নায়ক মানুষটিও আমার চাইতে ১০ বছরের বড়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন