কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব, রাঙ্গা

মানবজমিন প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০, ০০:০০

তিস্তা মহাপরিকল্পনা চীন বাস্তবায়ন না করলে নিজস্ব অর্থায়নে করা সম্ভব মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, আমাদের দেশের বাজেট ৬৭ হাজার কোটি টাকা। সেখানে সাড়ে ৮ হাজার কোটি টাকা কোনো ব্যাপার না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদী পারের মানুষ, গাছপালা, প্রকৃতি, কৃষি জমি, সরকারি স্থাপনা বাঁচবে। এতে করে তিস্তা নদীর তীরবর্তী দু’পাশে প্রচুর পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হবে এবং দেশ খাদ্যে আরো স্বয়ংসম্পূর্ণ হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে আরো আন্তরিক হতে হবে।রোববার দুপুরে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। রাঙ্গা বলেন, ভারতের সঙ্গে যে অভিন্ন ৫৪টি নদী রয়েছে সেগুলোও শাসন করতে হবে। তিস্তা নদী খনন করা এই অঞ্চলের কৃষি উন্নত হবে। লাখ লাখ মানুষ ফিরতে পারবে স্বাভাবিক জীবনে। রাঙ্গা আরো বলেন, শুধু পদ্মা সেতু নিয়ে থাকলে চলবে না। দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। সিন্ডিকেটের মাধ্যমেই এটা করা হচ্ছে। এ ব্যাপারে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। করোনার কারণে মধ্যবিত্তরাও দিন এনে দিন খাওয়ার মতো হয়ে গেছে।এ সময় উপস্থিত ছিলেনÑ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুর রহমান আরিফসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত