নরসিংদীর পুলিশ সুপারের করোনা শনাক্ত

প্রথম আলো নরসিংদী প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০, ১৯:৫৪

নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁর করোনা সংক্রমণের মৃদু উপসর্গ থাকলেও এখন পর্যন্ত শারীরিক অবস্থা ভালো। চিকিৎসার জন্য আজ রোববার রাজধানী ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম রোববার বিকেলে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক দিন ধরে শরীরে জ্বর অনুভব করার তথ্য জানতে পেরে শনিবার করোনা পরীক্ষার জন্য পুলিশ সুপারের নমুনা সংগ্রহ করা হয়। ওই দিনই রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) নমুনা পরীক্ষা শেষে রাতে পাওয়া ফলাফলে তাঁর করোনা পজিটিভ আসে।

গত ৭ এপ্রিল জেলার পলাশ উপজেলায় প্রথম করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে সংক্রমিতের মোট সংখ্যা ২ হাজার ৫৩৯। অন্যদিকে করোনামুক্ত হয়েছেন মোট ২ হাজার ৪২৭ জন। সুস্থতার হার ৯৫ দশমিক ৬০ শতাংশ। এর আগে জেলা পুলিশের দুজন অতিরিক্ত পুলিশ সুপারসহ প্রায় ৭০ জন পুলিশ সদস্য কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। তাঁদের সবাইকে চিকিৎসকের পরামর্শমতো কোভিড ডেডিকেটেড নরসিংদী জেলা হাসপাতালে ও পুলিশ লাইনসে রেখে চিকিৎসা দেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও