 
                    
                    কবর জিয়ারতের সময় বিএনপি নেতার ওপর হামলা
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার ওরফে শামীমের ওপর হামলা হয়েছে। রোববার বেলা দেড়টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রাম রাজার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় বিএনপির দাবি, মহাদান ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। হামলায় ৩৫টি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়েছে।
বিএনপির ভাষ্য, ফরিদুল কবির তালুকদার এক মাস ধরে ঢাকায় ছিলেন। এ সময় বিএনপির কয়েকজন নেতা-কর্মী মারা গেছেন। সরিষাবাড়ীতে এসে রোববার নেতা-কর্মীদের নিয়ে উপজেলার মহাদান ইউনিয়নের বনগ্রাম রাজার মোড় এলাকায় আবদুল কাশেমসহ বেশ কয়েকজনের কবর জিয়ারত করতে যান। ভাড়া করা প্রাইভেট কার ও নেতা-কর্মীদের মোটরসাইকেল সড়কের পাশে রেখে তাঁরা কবর জিয়ারত করছিলেন। এ সময় ইউনিয়নের যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালান।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                