পাবনায় তুচ্ছ ঘটনার জেরে সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ২১
পাবনার সাঁথিয়া উপজেলার আফরা গ্রামে জমির আইল নিয়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে নেকবার আলী ও কাজী লাল অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ বাধে। পরে দফায় দফায় সংঘর্ষ চলে। ঘটনাস্থল থেকে দুই পক্ষের দুজনকে আটক করেছে পুলিশ।
সংঘর্ষে আহতরা হলেন- নেকবার আলীর পক্ষের আফড়া গ্রামের আব্দুল আওয়ালের ছেলে আরিফ (গুলিবিদ্ধ), বেলাল, জলিল, রহমান, ওসমান, সুরাই, ইমদাদুল, নেকবার, আলিমুদ্দিন, নজরুল, আলতাব, মাইদুল, জাহাঙ্গীর, সোহেল, আবুল, একরাম, রেহেনা। কাজী লাল পক্ষের আহতরা হলেন-কাজী লাল, আরিফ, জমিন ও তোফাজ্জল হোসেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.