‘আগামী শীতের মধ্যে জনজীবন স্বাভাবিক হয়ে যাবে’
মহামারি করোনার সংক্রমণ ঠেকাতে কার্যকর ভ্যাকসিনের উল্লেখ করার মতো ফল পাওয়া শুরু হবে আগামী গ্রীষ্মের মধ্যেই। আর আগামী শীত আসতে আসতে মানুষের জীবনযাপন স্বাভাবিক হয়ে যাবে। এমনটাই দাবি করেছেন ‘করোনায় ৯০ শতাংশ কার্যকর’ একটি ভ্যাকসিনের উদ্ভাবক উগুর শাহীন। খবর বিবিসির।
মার্কিন ফাইজারের সঙ্গে যৌথভাবে একটি কার্যকর করোনা ভ্যাকসিন তৈরি করেছে জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেক। এই বায়োএনটেকের প্রতিষ্ঠাতা হলেন উগুর শাহীন। তিনি নিজে এই ভ্যাকসিন তৈরির কাজে যুক্ত। সম্প্রতি তৃতীয় ধাপের পরীক্ষার ফলে ভ্যাকসিনটি ৯৯ শতাংশ কার্যকর বলে জানা গেছে।