লালমনিরহাটের ঘটনায় ৫ দিনের রিমান্ডে মুয়াজ্জিন
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বুড়িমারী স্থলবন্দরে শহীদুন্নবী জুয়েল নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করার ঘটনায় বুড়িমারী কেন্দ্রেীয় জামে মসজিদের মুয়াজ্জিন আফিজ উদ্দিনের (৫০) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-
৩-এর বিচারক ফেরদৌসী বেগম এ রিমান্ড মন্জুর করেন। মুয়াজ্জিন আফিজ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ইসলামপুর এলাকার ফইমুদ্দিনের ছেলে। তিনি বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। এর আগে শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মুয়াজ্জিনকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মাহমুদুন্নবী।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মুয়াজ্জিন
- রিমান্ড মঞ্জুর