কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চবিতে আটকে থাকা পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে

প্রথম আলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০, ১৭:৩২

করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি মেনে স্নাতক ও স্নাতকোত্তরের আটকে থাকা পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য শিরীন আখতারের সভাপতিত্বে প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মোটা দাগে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক. স্বাস্থ্যবিধি মেনে অগ্রাধিকার ভিত্তিতে আটকে থাকা পরীক্ষা আয়োজন। দুই. করোনার তীব্রতা বাড়ার আশঙ্কায় আবাসিক হল বন্ধ রাখা। তিন. পরীক্ষা কবে হবে, কীভাবে হবে, শিক্ষার্থীরা কোথায় থাকবেন; তা ঠিক করতে কমিটি গঠন।

একাডেমিক কাউন্সিলের সদস্য কাজী এস এম খসরুল আলম প্রথম আলোকে এসব বিষয় জানিয়ে বলেন, আটকে থাকা পরীক্ষা কবে হবে সে সিদ্ধান্ত হয়নি। হল বন্ধ থাকবে। ফলে শিক্ষার্থীরা এসে কোথায় থাকবেন তা ঠিক করতে হবে। এ কারণ কমিটি গঠন করতে বলা হয়েছে। কমিটি একটি পূর্ণাঙ্গ নির্দেশনা প্রস্তুত করবে। এরপর নির্দেশনামতে অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও