আয়ারল্যান্ডে বাঙালি সংস্কৃতি চর্চা

সময় টিভি আয়ারল্যান্ড প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০, ১৭:২৭

বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে আয়ারল্যান্ড। বহু বাংলাদেশির বসবাসও সেখানে। প্রবাসে থাকলেও দেশের সংস্কৃতির ধারা লালন-পালনে বেশ এগিয়ে বাংলাদেশিরা। প্রবাসে বসেই দেশীয় আমেজের ভালোবাসার গল্পগুলো বুনছেন তারা। সংস্কৃতি আর মাটির গন্ধ লেগে আছে প্রবাসীদের গায়ে। মাইলের ব্যবধান যেমন মায়ের আঁচলের ঘ্রানকে দূরে সরিয়ে রাখতে পারে না, তেমনি দেশের মাটির সেঁতো গন্ধটাও ভুলে থাকতে পারেন না প্রবাসীরা।

জীবনের অথবা সময়ের প্রয়োজনে প্রবাসে দেহটা পরে থাকলেও মনের নীল প্রজাপতির ডানায় সব সময়ই ভর করে জন্মভূমিতে উড়ে যাওয়ার বাসনা। শহীদ মিনার, স্মৃতি সৌধ, রিকশার শো-পিস থেকে শুরু করে মাটির হাঁড়ি পর্যন্ত রাখেন ঘরগুলোতে। আবার কেউ কেউ মাটির চুলো বানিয়ে দেশীয় স্বাদের রান্নার স্বাদ খুঁজতেও ব্যস্ত থাকেন। কেউ আবার দেশ থেকে বারো মাসি আমের চারা নিয়ে এসে ২০-৪০ ডিগ্রির তাপমাত্রায় বড় করছেন গাছ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে