দূষণ-সূচকে কালীপুজোর কলকাতা: ২০২০ বনাম ২০১৯

আনন্দবাজার (ভারত) কলকাতা প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০, ১৭:৩২

দূষণ নিয়ে বার বার সতর্ক করেও কাজ হয়নি। কিন্তু কোভিড আতঙ্ক সেই অসম্ভবকে সম্ভব করে দেখাল। কালীপুজোর রাতে কার্যত বিষমুক্তই রইল কলকাতার বাতাস। তাই উৎসবের রাতে বহু দিন পর প্রাণভরে শ্বাস নিতে পারলেন শহরবাসী। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ অন্তত তেমনটাই জানাচ্ছে।

উৎসবের মরসুমে প্রতিবছরই শহর কলকাতার বাতাসের গুণমান অনেকটাই নেমে যায়। অতিমারি পরিস্থিতিতে তাই এ বারে কালীপুজো নিয়ে বিশেষ ভাবে চিন্তিত ছিলেন সমাজকর্মীরা। হাইকোর্ট বাজি পোড়ানো নিষিদ্ধ করলেও, সাধারণ মানুষ সেই নিষেধাজ্ঞা কতটা মানবেন তা নিয়ে ধন্দ ছিল সর্বত্রই।

তবে আদালতের নির্দেশ যে একেবারেই লঙ্ঘিত হয়নি, তা নয়। বরং, শনিবার রাতের দিকে একাধিক জায়গায় বাজি পোড়ানোর ঘটনা সামনে এসেছে। তবে হাতেগোনা কয়েকটি ঘটনা বাদ দিলে, কালীপুজোর রাতে শহর মোটামুটি উপদ্রবহীন ছিল বলেই দাবি প্রশাসনের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও