আহমদ শফীর ছেলে ও তাঁর অনুসারীদের ছাড়াই হেফাজতের সম্মেলন শুরু
আহমদ শফীর ছেলে আনাস মাদানী ও তাঁর অনুসারীদের ছাড়াই শুরু হয়েছে হেফাজতে ইসলামের সম্মেলন। চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় আজ রোববার সকাল সাড়ে ১০টায় এ সম্মেলন শুরু হয়েছে। মাদ্রাসা শিক্ষা ভবনের তৃতীয় তলায় সারা দেশ থেকে সংগঠনটির প্রায় ৪০০ প্রতিনিধি এতে অংশ নিয়েছেন।
হেফাজত ইসলাম হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী মাদ্রাসা মাঠে প্রথম আলোকে বলেন, আজকের সম্মেলনে আমিরসহ দলের অন্যান্য পদে নেতা নির্বাচন করবেন সারা দেশ থেকে আসা ৪০০ কাউন্সিলর। প্রয়াত আমির আহমদ শফীর ছেলে আনাস মাদানী ও তাঁর অনুসারীদের সম্মেলনে কেন দেখা যাচ্ছে না—এ প্রশ্নের জবাবে কিছু বলতে রাজি হননি তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.