![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/464-2011150153.jpg)
একঝাঁক মৌমাছির কামড়ে প্রাণ গেল ব্যবসায়ীর
বাগেরহাট সদর উপজেলায় চলন্ত পথে হঠাৎ একঝাঁক মৌমাছির কামড়ে মহিদ হাজী নামে এক মৎস্য ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে গোটাপাড়া ইউপির পারনোয়াপাড়া গ্রামের বাংলাবাজার সংলগ্ন স্টিল ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। নিহত মহিদ হাজী পারনোয়াপাড়া গ্রামের শফি হাজীর ছেলে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মৌমাছি
- ব্যবসায়ীর মৃত্যু
- কামড়