You have reached your daily news limit

Please log in to continue


কখন পড়বে গোলা, আতঙ্ক কামালকোটে

গত কাল গভীর রাতের পরে আর গোলাবর্ষণ হয়নি। আজ সকাল থেকে শুরু হয়েছে তুষারপাত। জমে গিয়েছে প্রায় ২ ইঞ্চি বরফ। দীপাবলির আগে নিয়ন্ত্রণরেখায় ভারত-পাকিস্তান সংঘর্ষের পরে আপাতত শান্তই উত্তর কাশ্মীরের বারামুলায় উরি সেক্টরের গ্রাম কামালকোট। কিন্তু আতঙ্ক এখনও স্পষ্ট এলাকার সব বাসিন্দার চোখেমুখে। পাহাড়, দেবদারু গাছের সঙ্গে কাঁটাতারে ঘেরা কামালকোট কৃষ্ণগঙ্গা নদীর তীরে। গত কালের সংঘর্ষের সময়ে পাক গোলায় নিহত হয়েছেন সেখানকার বাসিন্দা ইরশাদ আহমেদ। পাশের গ্রাম বালকোট আর গোহালানেও মৃত্যু হয়েছে দুই বাসিন্দার। গুরুতর আহত কয়েক জনকে নিয়ে যাওয়া হয়েছে শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন