You have reached your daily news limit

Please log in to continue


পাল্টা জবাবের হুঙ্কার মোদীর

বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘনের জেরে উত্তপ্ত কাশ্মীর সীমান্ত। তার মধ্যে রাজস্থানের জয়সলমেরে সেনাবাহিনীর জওয়ানদের মধ্যে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের হামলায় নিরীহ সাধারণ মানুষের প্রাণ হারানোর তীব্র নিন্দা করে দিল্লিতে ইসলামাবাদ নিযুক্ত কূটনীতিককে ডেকে পাঠাল বিদেশ মন্ত্রক। পিডিপি নেত্রী মেহবুবা মুফতির অবশ্য দাবি, পরিস্থিতি সামাল দিতে রাজনীতির ঊর্ধ্বে উঠে দ্রুত আলোচনার টেবিলে বসুক দুই দেশ। প্রধানমন্ত্রী হিসেবে প্রতি বছরই সীমান্তে সেনাবাহিনীর সঙ্গে দীপাবলি কাটান নরেন্দ্র মোদী। শনিবার তাঁর দিন কেটেছে জয়সলমেরের লঙ্গেওয়ালা পোস্টে। সেখানেই জওয়ানদের সামনে তিনি বলেন, “ভারত (আলোচনার মাধ্যমে) বোঝা এবং বোঝানোর নীতিতে বিশ্বাসী। কিন্তু কেউ যদি (আমাদের) পরীক্ষা করে দেখতে চায়, তা হলে জবাবও তেমনই জোরালো হবে।” একই সঙ্গে তাঁর দাবি, “প্রয়োজন পড়লেই ভারত দেখিয়েছে যে, তার হাতে (আক্রমণের) যোগ্য জবাব দেওয়ার শক্তি আছে। তার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ইচ্ছাশক্তিও আছে।…আজকের ভারত সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতাদের ঘরে ঢুকে মেরে আসে। (তাই) পৃথিবী বুঝেছে যে, সুরক্ষার প্রশ্নে এই দেশ সামান্যতম আপস করতেও তৈরি নয়।”
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন