কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জার্মানে বাংলাদেশির সবজি চাষ, দেন বিনামূল্যে

সময় টিভি জার্মানি প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০, ২১:১৯

কৃষি ও দেশীয় শাকসবজি উৎপাদনের প্রতি আগ্রহ বাড়ছে জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। শখের বশে সময় কাটানোর চিন্তা থেকেই জার্মান প্রবাসী আব্দুল কাইয়ুম দম্পতি শুরু করেছিলেন সবজি চাষ। ভিনদেশে যা আজ রূপ নিয়েছে ১০ কাঠার জমির দেশীয় সবজি বাগানে। কি নেই এই সবজির এই বাগানে? টমেটো, মিষ্টি কুমড়া, লাউ, বেগুন, কড়লা,

ঢেড়স থেকে শুরু নানা জাতের পুষ্টিকর দেশীয় শাকসবজি- সবই মিলবে এখানে। জার্মানির বাণিজ্যিক প্রদেশ হেসেনের অফেনবাখ শহরে শখের বশে সবজী চাষ শুরু করেছিলেন, কুমিল্লার মুরাদনগরের মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম মানিক এবং তাঁর স্ত্রী আক্তার জাহান। পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতেই তাদের শুরু করা চাষাবাদ আর পরিণত হয়েছে ১০ কাঠা জমির দেশীয় সবজি বাগানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে