কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পদ্মায় জাল ফেললেই উঠছে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাস

ডেইলি বাংলাদেশ টঙ্গীবাড়ী প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০, ১৮:২৬

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি হাসাইলে পদ্মায় জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে পাঙ্গাস। ৪ নভেম্বর ইলিশ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়। এরপর থেকেই শুরু হয় জেলেদের মাছ ধরার মহোৎসব। নদীতে ইলিশ তেমন না পেলেও পাঙ্গাস পেয়েই খুশি জেলেরা। প্রায় সব জেলেই নদী থেকে দু-চারটি পাঙ্গাস নিয়ে ফেরেন। এসব মাছের আকারও বেশ বড়। শনিবার ভোরে জেলার লৌহজং পদ্মাপাড়ে দেখা যায়, কোনো কোনো জেলের জালে ২৫-৩০টি পাঙ্গাস ধরা পড়েছে।

নদীতে নেমে অন্তত দু-চারটি পাঙ্গাস পাননি এমন জেলেকে পাওয়া যায়নি। জালে আটকা পড়া প্রতিটি পাঙ্গাসের ওজন প্রায় সাত-আট কেজি। জেলেরা পাঁচ কেজি ওজনের একটি পাঙ্গাসের দাম হেঁকেছেন প্রায় চার হাজার টাকা। গড়ে ৭০০ টাকা কেজি দরে লৌহজংয়ের বাজারগুলোতে কেটে বিক্রি করছেন মাছ ব্যবসায়ীরা। যাদের গোটা মাছ কেনার সামর্থ্য নেই, তারা কয়েকজন মিলে ভাগে কিনছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও