![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2020June/Azizul-2011141002.jpg)
ফুসফুসে পানি জমেছে, জ্ঞান ফেরেনি আজিজুল হাকিমের
জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে লাইফ সাপোর্টে আছেন তিনি। তবে তার শারীরিক অবস্থা ক্রমশ উন্নতির দিকে। তার শরীরে অক্সিজেন গ্রহণের সক্ষমতা বেড়েছে। তবে এখনো জ্ঞান ফেরেনি বলে গণমাধ্যমকে জানান পরিচালক চয়নিকা চৌধুরী।
চয়নিকা চৌধুরী বলেন, ‘আজিজুল হাকিম ভাইয়ের শরীর ক্রমশ উন্নতির দিকে। এখন অক্সিজেন দেয়া হচ্ছে ৪০ শতাংশ করে। বাকি ৬০ শতাংশ তিনি নিজেই নিতে পারছেন। এটা অনেক পজিটিভ বিষয়। তবে সেন্স ফেরেনি। ফুসফুসে পানি জমেছে তার। এর চিকিৎসা চলছে।’