লাদেনের আত্মীয় আল মাসরিকে মেরেছে ইজরায়েল, দাবি আমেরিকার রিপোর্টে
ইজরায়েলি গুপ্তচর সংস্থা ‘মোসাদ’-এর গোপন অভিযানে নিহত হয়েছেন আল-কায়দার প্রথম সারির নেতা আবু মহম্মদ আল-মাসরি ওরফে আবদুল্লা আহমেদ আবদুল্লা। গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে এমনটাই দাবি আমেরিকার সংবাদমাধ্যমের।
প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, গত অগস্টে ইরানে গোপন অভিযানে মাসরিকে মেরেছে ইজরায়েলি গুপ্তচর বাহিনী। ইরানের রাজধানী তেহরানের রাস্তায় গাড়িতে যাওয়ার সময় দুই ঘাতক মোটরবাইকে এসে গুলি করে মারে মাসরি এবং তাঁর মেয়েকে। মাসরির মেয়ে ছিলেন নিহত আল-কায়দা প্রধান ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের স্ত্রী।
চলতি বছর পাক-আফগান সীমান্তে সন্ত্রাস দমন অভিযানের সময় হামজাকে হত্যা করেছিল আমেরিকার সেনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সে কথা জানিয়েছিলেন। কিন্তু ইরানে মাসরি হত্যা অভিযান গোপন রাখে ইজরায়েল। নিউ ইয়র্ক টাইমসের কাছে আমেরিকার এক গোয়েন্দা আধিকারিক অবশ্য মাসরি হত্যার কথা জানিয়ে দিয়েছেন ১৯৯৮ সালে আফ্রিকায় আমেরিকার দূতাবাসে হামলা-সহ নানা সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগ ছিল মাসরির বিরুদ্ধে।