৩৩ বছরেও চালু হয়নি কাহালু বেতার কেন্দ্র

কালের কণ্ঠ কাহালু প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০, ১১:০৫

বগুড়ার কাহালু উপজেলায় অবস্থিত বেতার কেন্দ্রটি দেখে অনেকেই মনে করেন এটি বন্ধ কিংবা অচল। আজ থেকে ৩৩ বছর আগে এই কেন্দ্রটি স্থাপন করা হলেও আজও শুরু হয়নি নিজস্ব কোনো সম্প্রচার। অনুষ্ঠান সম্প্রচার বঞ্চিত থাকায় এতে পিছিয়ে পড়ছে এ অঞ্চলের শিল্পী, কলাকুশলী, সাংস্কৃতিক ও সংবাদকর্মীরা।

কাহালু বেতার অফিস সূত্রে জানা যায়, বগুড়া জেলা শহর থেকে ১০ কিলোমিটার পশ্চিমে বগুড়া-নওগাঁ মহাসড়কের দক্ষিণে কাহালু উপজেলার দরগাহাট বাজারের পাশে বেতার কেন্দ্রটি নির্মাণ করা হয়। কোলাহলমুক্ত নিরিবিলি পরিবেশে ১৯৮৫ সালে ২৫ একর জমির ওপর প্রায় ৮ কোটি ৫১ লাখ ৬ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই বেতার কেন্দ্র। সেই সময় নির্মিত হলেও বাংলাদেশ বেতারের একটি উচ্চশক্তি প্রেরণ কেন্দ্র এটি। এ কেন্দ্রের ফ্রিকোয়েন্সি ৮৪৬ কিলোহার্জ, তরঙ্গ দৈর্ঘ্য ৩৫৪.৬০ মিটার, ১০০ কিলো ওয়াট ট্রান্সমিটার ক্ষমতা। বর্তমানে এ কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রের অনুষ্ঠান রীলে (সম্প্রচার) করা হয়। রীলে কার্যক্রম সকাল ৬টা থেকে শুরু হয়ে রাত ১১-১৫ মিনিট পর্যন্ত প্রচার পেয়ে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও