![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/11/14/og/100832_bangladesh_pratidin_1150.jpg)
চট্টগ্রামে করোনায় নতুন করে আক্রান্ত ১৪৬ জন
চট্টগ্রামে করোনাভাইরাসে নতুন আক্রান্ত হয়েছেন আরও ১৪৬জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত ২২ হাজার ৪৮২ জন। তবে গত ২৪ ঘণ্টায় করোনায় নগরীতে মৃত্যুবরণ করেনি কেউ।
গতকাল শুক্রবার (১৩ নভেম্ববর) চট্টগ্রামের ৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬২টি নমুনা পরীক্ষা করা হয়। রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৪৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৩৫ জন এবং উপজেলায় ১১ জন।