![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-10%252F82704010-c0f4-46ab-9fa5-08884cf2f57a%252Fscarlettjohanssonlover_1200943273718442939834235927924543540774095n.jpg%3Frect%3D0%252C0%252C798%252C419%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252Fc2b5c9f4-47e6-419c-98d5-9d0c8933a75b%252FOG_Post.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
বিয়ের আংটি পরে রাস্তায় স্কারলেট
অক্টোবরের শেষ সপ্তাহে গোপনে তৃতীয় বিয়ে সেরেছেন হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসন। ৩৫ বছর বয়সী বড় পর্দার এই ব্ল্যাক উইডোর জীবনসঙ্গী কমেডিয়ান কলিন জস্ট। বিয়ের কোনো ছবি আসেনি সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে বিয়ের পরে প্রথমবারের মতো নিউইয়র্কের রাস্তায় দেখা গেছে স্কারলেটকে। তাঁর পরনে হালকা আকাশি রঙের জিনস প্যান্ট, গায়ে পাতলা সোয়েটার, মুখে মাস্ক, চোখে রোদচশমা, পায়ে স্ন্যাকস, পিঠে ব্যাগ। রাস্তায় হাঁটছেন, তবে চোখ আটকে আছে দুহাতে ধরা মোবাইলে। আর বাঁ হাতের আঙুলে জ্বলজ্বল করছে সোনার আংটি, বিয়ের আংটি।