বিজেপির অবরোধ, যানজট

আনন্দবাজার (ভারত) পশ্চিমবঙ্গ প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০, ০৪:৫২

দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপরে ‘হামলা’র প্রতিবাদে বিজেপির অবরোধে আটকে গেল জেলা সদর বারাসতের গুরুত্বপূর্ণ রাস্তা। শুক্রবার বেলা ১২টায় বারাসতের চাঁপাডালি মোড় অবরোধ করেন বিজেপির কর্মী-সমর্থকেরা। মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করার পরিকল্পনা থাকলেও তা আর সম্ভব হয়নি। তার আগেই পুলিশ পুতুলটি নিয়ে চলে যায়। আধ ঘণ্টা অবরোধে যশোর রোড ও সংযোগকারী বিভিন্ন রাস্তায় বিশাল যানজট হয়। দিলীপবাবুর উপরে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে অবরোধ চলার সময়ে শিকেয় ওঠে দূরত্ব-বিধি। হয়রান হতে হয় যাত্রীদের। এরই মধ্যে পুলিশ হাজির হয় ঘটনাস্থলে। অবরোধকারীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। তখন মুখ্যমন্ত্রীর কুশপুতুলটি রাস্তার ধারে রাখা ছিল। সেটি তুলে নিয়ে মুহূর্তের মধ্যে উধাও হয়ে যান কয়েক জন পুলিশকর্মী। শেষ পর্যন্ত পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। পুলিশ মুখ্যমন্ত্রীর কুশপুতুল ছিনিয়ে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি নেতৃত্ব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও