পাক হানায় নিহত ১১, জবাব ভারতের, হত ৮ পাক সেনা
দীপাবলির ঠিক আগে ভারত-পাকিস্তান সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নিয়ন্ত্রণরেখা। ভারতীয় সেনার দাবি, বিনা প্ররোচনায় আজ জম্মুর পুঞ্চ এবং উত্তর কাশ্মীরের গুরেজ় থেকে উরি পর্যন্ত এলাকায় হামলা চালায় পাকিস্তানি সেনা। তাতে চার সেনা ও এক বিএসএফ সাব ইনস্পেক্টর-সহ ১১ জন নিহত হয়েছেন। বাকি ৬ জন গ্রামবাসী। নিহত সেনাদের মধ্যে সুবোধ ঘোষ পশ্চিমবঙ্গের বাসিন্দা। নিহত আর এক সেনার নাম হরধনচন্দ্র রায়। তবে তিনি কোন রাজ্যের বাসিন্দা, তা এখনও স্পষ্ট নয়। বাকি দুই সেনার পরিচয় এখনও প্রকাশ করেনি সেনা। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েক জন জওয়ান ও স্থানীয় বাসিন্দা। ভারতীয় সেনার দাবি, পাল্টা হামলায় ৮ জন পাক সেনা নিহত হয়েছেন। প্রভূত ক্ষতি হয়েছে পাক সেনাবাহিনীর। পাকিস্তানের অবশ্য দাবি, বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে ভারতই। রাখচিকরি ও তারি বান্দ সেক্টরে সেই হামলায় এক পাক সেনা ও চার জন গ্রামবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন গ্রামবাসী।