কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বহুত্ববাদী

আনন্দবাজার (ভারত) সম্পাদকীয় প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০, ০৩:৪২

উৎসবে মাতিয়াছে তুলাসেন্দ্রাপুরম। তামিলনাড়ুর এই ক্ষুদ্র জনপদটি কমলা হ্যারিসের মায়ের আদি নিবাস— ভারতের সহিত কমলার যোগসূত্র। ভূমিকন্যা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হইবার পর বাজি, সঙ্গীত, দেওয়াললিখনে সম্মান জানাইতেছেন বাসিন্দারা। স্থানীয় মন্দিরে পূজাও অর্পিত হইয়াছে। কমলার জন্য গ্রামবাসী গর্বিত, তাঁহার কৃতিত্বকে আপনার করিয়া লইতেই এই উৎসব। ভৌগোলিক দূরত্ব অগাধ হইলেও সমরূপ উৎসাহের ছবি ধরা পড়িয়াছে আয়ারল্যান্ডের ছোট শহর ব্যালিনাতেও। আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনের পূর্বপুরুষেরা এই শহরেই বাস করিতেন। গাড়িতে বেলুন বাঁধিয়া, রাস্তায় ভিড় জমাইয়া লোকসুরের ঝর্নাধারায় মাতিয়াছে ব্যালিনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও