সৌদিতে গাছ কাটলেই ১০ বছরের জেল ও ৬৮ কোটি টাকা জরিমানা

ডেইলি বাংলাদেশ সৌদি আরব প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০, ২১:১৯

মরুভূমির দেশ খ্যাত সৌদি আরবে পরিবেশ রক্ষায় কঠোর আইন চালু করেছে দেশটির সরকার। গাছ কাটা এমনকি পাতা ছিঁড়লেই সর্বোচ্চ ১০ বছর জেলে কাটাতে হবে, এমনকি দিতে হবে প্রায় ৬৮ কোটি টাকা পর্যন্ত জরিমানাও। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম দ্য নিউ আরবের বরাত দিয়ে এ খবর দিয়েছে কাতারভিত্তিক আলজাজিরা। এ সপ্তাহে এক টুইট বার্তায় পরিবেশ রক্ষায় এই আইনের বিষয়টি প্রকাশ করে সৌদি পাবলিক প্রসিকিউশন।

সেখানে বলা হয়, গাছ কাটা, ঝোপ, গুল্ম, গাছের চারা, এমনকি সেগুলোর ছাল, পাতা বা কোনও অংশ ছেঁড়া বা অপসারণ করা বা মাটি থেকে ওপড়ানো অপরাধের শামিল। এর জন্য অভিযুক্তদের সর্বোচ্চ ১০ বছরের জেল এবং ৩০ মিলিয়ন সৌদি রিয়াল (বাংলাদেশি ৬৭ কোটি ৮৪ হাজার টাকার বেশি) পর্যন্ত জরিমানার মুখে পড়তে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও