সোচ্চার উন্নয়ন, অনুচ্চার উচ্ছেদ
ডয়েচ ভেল (জার্মানী)
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০, ২১:০০
যে যাই বলুন, উন্নয়নের মতো গোলমেলে বিষয় আর দুটো নেই৷ কার উন্নয়ন, কীসের উন্নয়ন এসব জটিল-কুটিল প্রশ্ন ছেড়ে দিন৷ উন্নয়নের মাসুলের দিকটা দেখুন৷ যা না কি অধিকাংশ ক্ষেত্রেই খুব চড়া৷ অন্তত যাঁরা সেই উন্নয়নের খাতিরে হারাতে বাধ্য হন নিজের ঘরবাড়ি, চাষের জমি, ছোটবেলা থেকে বেড়ে ওঠা গ্রাম, জঙ্গল বা শহর৷ উন্নয়নের স্বার্থে হঠাৎই যাদের চলে যেতে অন্যত্র৷ আর এই যাওয়া নিজের ইচ্ছায় নয়৷
- ট্যাগ:
- বাংলাদেশ
- উন্নয়ন
- আদিবাসী গোষ্ঠী