ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে সংখ্যালঘুদের হয়রানি করা হচ্ছে
বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের নেতারা অভিযোগ করে বলেছেন, বাংলাদেশে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন, গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এসবের বিরুদ্ধে প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম বিক্ষোভ সমাবেশ করে। এতে সংহতি জানায় হিন্দু যুব ও হিন্দু ছাত্র ফোরাম।
সমাবেশে বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মানিক চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ঝুমুর গাঙ্গুলী, বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কালীপদ মজুমদারসহ আরও অনেকে।
সমাবেশে নেতাদের বক্তব্যের বরাত দিয়ে হিন্দু ফোরামের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশে ধর্ম অবমাননার গুজবে কয়েক দিন ধরে যেসব ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে।’
বক্তারা অভিযোগ করেন, দিনাজপুরের পার্বতীপুরে দলিত সম্প্রদায়ের একজন কলেজছাত্রীর ফেইসবুক ‘হ্যাক করে’ অন্য ধর্ম নিয়ে পোস্ট দেয়ার অভিযোগের তথ্য প্রমাণ তারা পুলিশকে দিয়েছেন। কিন্তু সেই ঘটনা নিয়ে সেখানে ওই ছাত্রীর বাড়িতে ভাঙচুর করা হয় এবং পুলিশ তাকেই গ্রেফতার করেছে। এছাড়া ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী একজন ছাত্রীর বিরুদ্ধেও একইভাবে ‘ধর্ম অবমাননার’ গুজব ছড়ানো হয়েছে।