রোহিঙ্গা ক্যাম্প থেকে চট্টগ্রামে এনে ইয়াবা বিক্রি, আটক ৪
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন নিউ চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নগদ আট লাখ ৮৩ হাজার ৬২২ টাকা, ২৩ হাজার ২০০ পিস ইয়াবা ও বিভিন্ন ব্যাংকের ১২টি চেকবই উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ওই এলাকার এই টাকা ও ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
অভিযান শেষে এসএম মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, ‘টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা এনে ওই বাসায় রেখে কেনা-বেচা করা হতো। ১২টি চেক বইয়ের মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছি। তাদের মধ্যে দুজনের সঙ্গে মিয়ানমারের সরাসরি যোগাযোগ আছে। তাদের মাধ্যমে আমরা এই চক্রের সব সদস্যকে আটকের চেষ্টা করবো।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.