You have reached your daily news limit

Please log in to continue


৮ মাস পর অস্ট্রেলিয়ার মসজিদে জুমা আদায় মুসল্লিদের

মহামারি করোনাভাইরাসের কারণে অস্ট্রেলিয়ায় দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর ফের মসজিদে জুমার নামাজ আদায় শুরু হয়েছে। শুক্রবার স্থানীয় সময় দুপুরে মেলবর্ন শহরের মেডোও হাইটস মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে চলতি বছরের ১৩ মার্চ দেশটির মসজিদগুলোতে সর্বশেষ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে কভিড-১৯ এর বিস্তাররোধে পুরো দেশে জুমার নামাজ স্থগিত ঘোষণা করা হয়। মেডোও হাইটস মেলবর্ন শহরের সবচেয়ে জনবহুল এলাকা। কভিড বিস্তাররোধে ৫০ জন করে নামাজ আদায়কারীদের এক একটি দল করা হবে। পৃথক পৃথক পাঁচজন ইমামতিতে তাঁরা নামাজ আদায় করবেন। তাছাড়া মুসল্লিদের জায়নামাজ নিয়ে যেতে বলা হয়। নামাজ আদায়কালে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়। পার্থ-এর দক্ষিণাঞ্চলীয় উপশহরের আল রহমান মসজিদের ইমাম ইয়াহইয়া আবদেল ইবরাহিম এসবিএস নিউজকে বলেন, ‘এটি একটি অপ্রত্যাশিত ঘটনা। এর আগে এমন কোনো ঘটনা ঘটেনি। আমরা বিশেষ জরুরি অবস্থায় বসবাস করছি।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন