কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি গোলাবর্ষণ

বাংলা ট্রিবিউন জম্মু ও কাশ্মীর প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০, ১৯:৪৬

কাশ্মিরে ভারত ও পাকিস্তানের সীমান্তের একাধিক স্থানে গুলিবিনিময়ে উভয় দেশের বেশ কয়েকজন নিহত হয়েছেন। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। শুক্রবার ভারত দাবি করেছে, পাকিস্তানি গোলাবর্ষণের ফলে তাদের নিরাপত্তাবাহিনীর অন্তত চারজন সদস্য ও তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পাল্টা গুলিতে পাকিস্তানের অন্তত ৮ সেনা নিহত হয়েছে।

তবে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, লাইন অব কন্ট্রোলে (এলওসি) ভারতীয় গুলিতে এক বেসামরিক নিহত ও অপর তিনজন আহত হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, নিরাপত্তাবাহিনীর অন্তত চারজন সদস্য শুক্রবার পাকিস্তানি সেনাদের একাধিক অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে ছোড়া গোলায় নিহত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও