প্রথম দিনেই সেন্ট মার্টিনে গেলেন সাড়ে ৮০০ পর্যটক

প্রথম আলো হ্নীলা ইউনিয়ন, টেকনাফ প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০, ১৯:৩৫

২৪০ দিন বা ৮ মাস বন্ধ থাকার পর আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার পর থেকে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে আবারও পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথম দিনে কেয়ারি সিন্দবাদ ও এমভি ফারহান ক্রুজ নামের দুটি জাহাজে করে ৮৪৪ পর্যটক সেন্ট মার্টিন গেছেন। গত ১৮ মার্চ থেকে করোনা সংক্রমণ প্রতিরোধে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সুরক্ষার কথা বিবেচনা করে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন।

সরেজমিন দেখা গেছে, সেন্ট মার্টিনের উদ্দেশে পর্যটকবাহী জাহাজ ছাড়ার জন্য নাফ নদীর তীরঘেঁষা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় নদীবন্দর স্থাপিত হয়েছে। এখানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) একটি জেটি, পন্টুন ও একটি যাত্রীছাউনি এবং টয়লেট স্থাপন করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও