![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/624/cpsprodpb/17886/production/_105709369__91440681_d85c1db2-0cf4-403a-be18-5c19762fc33d.jpg)
কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্তে গোলাবর্ষণ, অন্তত ১০ জন নিহত
কাশ্মীরে ভারত ও পাকিস্তানের সীমান্তের একাধিক স্থানে গোলাবর্ষণে অন্তত ১০ জন মারা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
ভারতের কর্মকর্তারা জানিয়েছেন, গোলাবর্ষণের ফলে দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর অন্তত তিনজন সদস্য এবং আরও অন্তত তিনজন বেসামরিক নাগরিক মারা গেছেন।
অন্যদিকে, পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছে যে ১৫ বছর বয়সী এক কিশোর-সহ চারজন বেসামরিক নাগরিক মারা গেছে এবং শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- নিহত
- গুলিবর্ষণ
- কাশ্মীর সীমান্ত