![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/11/13/og/173213_bangladesh_pratidin_etho.jpg)
নোবেলজয়ী ইথিওপিয়া প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ
ইথিওপিয়ার সরকার তিগ্রে অঞ্চলে গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টান্যাশনাল।
অ্যামনেস্টি ইন্টান্যাশনাল বলছে, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ তার দেশের তিগ্রে প্রদেশে আঞ্চলিক বিদ্রোহী শক্তি নির্মূলে সেনা অভিযান পরিচালনা করছেন। তিগ্রে অঞ্চলের তিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) এর বিদ্রোহীদের দমন করতে তিনি এ পদক্ষেপ নেন। কিন্তু তার এ পদক্ষেপের মধ্য দিয়ে দেশটিতে বড় ধরনের অস্থিরতার সূচনা হলো মনে করা হচ্ছে।
সংস্থাটি জানিয়েছে, তিগ্রের আঞ্চলিক সরকারের সঙ্গে দেশটির কেন্দ্রীয় সরকারের সংঘাতে সাধারণ মানুষ নৃশংস হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। অ্যামনেস্টি বলছে, তিগ্রে অঞ্চলের দক্ষিণ-পশ্চিমের শহর মাই-কারদায় ৯ নভেম্বর রাতে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।