 
                    
                    এত সুন্দর পৃথিবী ছেড়ে যেতে হবে, এটা কোনো কথা...
ডা. এজাজুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান। হুমায়ূন আহমেদ তাঁকে অভিনয়ে নিয়ে এসেছিলেন। এরপর দীর্ঘ ১৬ বছর কাঁটিয়েছেন হুমায়ূন আহমেদের সঙ্গে। অভিনয়ে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
আজ ১৩ নভেম্বর, কিংবদন্তি হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন। এমন দিনে এনটিভি অনলাইনের কাছে হুমায়ূন আহমেদকে স্মরণ করেছেন তাঁর ঘনিষ্ট সহচর ডা. এজাজুল ইসলাম।
জন্মদিনে হুমায়ূন আহমেদ
স্যারের জন্মদিন আগের দিন রাত ১২টার পর থেকে শুরু হতো। আমি সাধারণত যেতাম সন্ধ্যার পর। যেহেতু চাকরি করতাম সেটা শেষ করে স্যারের জন্মদিনে যেতাম। সবার শেষে যেতাম, আমি যেতাম ফুল ছাড়াই বেশির ভাগ সময়। জন্মদিনে স্যারের পায়ে হাত দিয়ে সালাম করতাম, যেটা স্যার খুব পছন্দ করতেন বলে আমার মনে হতো। স্যার যেহেতু আমার শিক্ষকের বন্ধু ছিলেন, তাই আমি তাঁকে সেই সম্মান দিতাম। মাঝেমধ্যে ফুল নিয়ে যেতাম...
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                