ফিলিফাইনে টাইফুন ভামকোর তাণ্ডব, নিহত বেড়ে ৩৯
ফিলিপাইনে আঘাত হানা শক্তিশালী টাইফুন ভামকোর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার সংবাদ সংস্থা দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে ফিলিপাইনের রাজধানীসহ কয়েক জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং অনেক স্থানেই কাদা জমে গেছে। এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে হাজারো মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। তাদের উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে দেশটির সামরিক বাহিনী।
দেশটির সামরিক বাহিনীর প্রধান কর্মকর্তা জেনারেল গিলবার্ট গেপে জানান, এখন পর্যন্ত অন্তত ৩৯ জন মারা গেছেন এবং নিখোঁজ রয়েছেন ৩২ জন। নিখোঁজদের খোঁজ পেতে কাজ চলছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতেও প্রয়োজনীয় সহায়তা দেয়া হচ্ছে।