কাতারেও ব্যবসা-বাণিজ্যে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশি নারীরা
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রবাসী বাংলাদেশি পুরুষদের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সমানতালে এগিয়ে যাচ্ছেন নারীরাও। তারা কাজ করছেন দেশে উৎপাদিত পোশাক নিয়ে। এসব নারী উদ্যোক্তাকে আরও উৎসাহ দিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে দূতাবাস।
কিছুদিন আগেও দেশটিতে ব্যবসা-বাণিজ্যে বাংলাদেশি নারীদের অংশগ্রহণ ছিল হাতেগোনা। তবে সাম্প্রতিক সময়ে ব্যবসা-বাণিজ্যে এগিয়ে যাচ্ছেন তারা। নারী উদ্যোক্তার সংখ্যাও বাড়ছে প্রতিদিনই।
বাংলাদেশি পোশাক নিয়ে কাজ করেন এমন তিন নারীর সঙ্গে কথা হয় জাগো নিউজের। তারা জানান, জামদানি, ঢাকাই বেনারসী, রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, কাতান শাড়ি, থ্রিপিসসহ নারীদের পছন্দের সব ধরনের পোশাক রয়েছে তাদের প্রতিষ্ঠানে।
প্রবাসী নারী উদ্যোক্তা চট্টগ্রামের শামীমা নবী জানান, গত ৫ বছরে ধরে তিনি প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে স্বামীকে ব্যবসায় সহায়তা করে যাচ্ছেন।
আরেক নারী উদ্যোক্তা জাবরিনা খানমের বাড়িও চট্টগ্রামে। তিনি বলেন, ‘আমাদের দোকানটাকে ছোট একটা বাংলাদেশ বলতে পারেন। এখানে বাংলাদেশি সব ধরনের পণ্য পাওয়া যায়।’