কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঐতিহাসিক আগা মসজিদে ২৮ বছর পর আজান!

জাগো নিউজ ২৪ আজারবাইজান প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২০, ১৪:২২

দীর্ঘ ২৮ বছর ধরে ঐতিহাসিক ইউখারি গভহার আগা মসজিদে আজান বন্ধ। আজারবাইজানের নারোগনো-কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর শুষায় অবস্থিত এ মসজিদ। যা দীর্ঘ দিন ধরে আর্মেনিয়া দখল করে রেখেছিল। শুষা শহর দখলমুক্ত হওয়ার পর গত বুধবার আজারবাইজানের এক সেনা সদস্য দীর্ঘ ৩০ বছরের অবসান ঘটিয়ে মসজিদটিতে আজান দেন। খবর ইয়েনি শাফাক।

ঐতিহাসিক আগা মসজিদে সেনা সদস্যের দেয়া এ আজান ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টা করা এক ভিডিওতে দেখা যায়, নারোগনো-কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর শুষার ঐতিহাসিক ইউখারি-গভহার আগা মসজিদে আজারবাইজান সেনাবাহিনীর এক সদস্য মিনারে দাঁড়িয়ে আজান দিচ্ছেন। ভিডিওতে মসজিদের মিনার থেকে শহরের বেশ কিছু এলাকা দেখানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও