![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2020/Nov/13/1605233533408.jpg&width=600&height=315&top=271)
ধনবাড়ীতে বিলুপ্ত প্রায় ধুয়াগানের আসর
গানের যে পদমূল গায়কের সাথে দোহারগণ বার বার গায় তাই ধুয়া গান হিসেবে বাংলা লোক সংগীতে জায়গা করে নিয়েছে। লোক সংস্কৃতির এটি একটি জনপ্রিয় বিশেষ শাখা। এই গানে একটি স্থায়ী ধুয়া (ধ্রুবধুয়া) অংশ থাকার কারণে এর নামকরণটি এমন। মূলত বয়স্করা বর্ণাঢ্য পোশাকে এ গান গায়। গ্রামীণ জনপ্রিয় এ গান অনেকটাই বিলুপ্তির পথে।
এখন তেমন একটা দেখা যায় না। দলবেঁধে গাওয়া এ গানের আয়োজন সত্যি দেখার মতো। অনেকটা হারিয়ে জাওয়া এই ধুয়া গানের প্রতিযোগিতার আসর বসেছে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী বাজারে।