ঢাকা-১৮ ও সিরাজগঞ্জে-১ আসনের উপনির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে এর প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজধানীর কারওয়ানবাজার মোড় থেকে মশাল মিছিল শুরু করে পান্থপথ সিগন্যালে গিয়ে শেষ হয়। মশাল মিছিল চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এ সময় ভয়ে আশপাশের দোকানপাট বন্ধ করে ফেলেন দোকানদাররা।
মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহসভাপতি কাজী রওনুকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সহসভাপতি মামুন খান, পার্থদেব মণ্ডল, মোস্তাফিজুর রহমান, লিংকন ফকির ও পাভেল সিকদার, যুগ্ম সম্পাদক তানজিল আহসান, সহসাধারণ সম্পাদক সাখওয়াত হোসাইন, সহসাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব মো. আমান উল্লাহ আমানসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.