ফিলিপাইনে টাইফুন ‘ভামকো’র আঘাত, কমপক্ষে ৬ জনের প্রাণহানি
ফিলিপাইনে শক্তিশালী টাইফুন ভামকোর আঘাতে অন্তত ছয়জন নিহত হয়েছে। এ ছাড়াও আরো ১০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। টাইফুনের কারণে অনেক ঘরবাড়ি ধ্বংস ও রাজধানী ম্যানিলার আশপাশে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন ৬৮ ও ৭০ বছর বয়সী দুই বৃদ্ধ। বুধবার ভোরের দিকে টাইফুন ভামকো আঘাত হানার আগে দেশটির সরকার প্রায় এক লাখ ৮০ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়। টাইফুনের আঘাতের পর বৃহস্পতিবার প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে দেশটির সরকারি সংস্থাগুলোকে ত্রাণ তৎপরতা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন।