You have reached your daily news limit

Please log in to continue


ব্যাংকের পর্ষদসভায় বহিরাগতদের উপস্থিতি নিয়ে ফের সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক

নীতিনির্ধারণী যে কোনো সিদ্ধান্ত হয় ব্যাংকের পরিচালনা পর্ষদে। এজন্য পর্ষদের সভায় গোপনীয়তা রক্ষার কঠোর নির্দেশনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে। যদিও সে নির্দেশনা মানছে না দেশের সরকারি-বেসরকারি অনেক ব্যাংক। নীতিমালা লঙ্ঘন করে ব্যাংকের পর্ষদ সভায় উপস্থিত থাকছে বহিরাগতরা। এর আগে বেশ কয়েকটি ঘটনায় শাস্তিমূলক প্রদক্ষেপ নেয়া হলেও পর্ষদ সভায় বহিরাগতদের উপস্থিতি থামেনি। এ অবস্থায় আবারো প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, কোনো পরিস্থিতিতেই বহিরাগত, বিশেষ প্রয়োজনে পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সদস্যদের আহ্বান ব্যতিরেকে ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী এবং শেয়ারহোল্ডার পরিচালনা পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সভায় উপস্থিত থাকতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে আজ বৃহস্পতিবার এ প্রজ্ঞাপন জারি করা হয়। বিভাগটির মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের কপি দেশের সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান ও শীর্ষ নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন