কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যাংকের পর্ষদসভায় বহিরাগতদের উপস্থিতি নিয়ে ফের সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক

বণিক বার্তা বাংলাদেশ ব্যাংক প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ২০:০১

নীতিনির্ধারণী যে কোনো সিদ্ধান্ত হয় ব্যাংকের পরিচালনা পর্ষদে। এজন্য পর্ষদের সভায় গোপনীয়তা রক্ষার কঠোর নির্দেশনা রয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে। যদিও সে নির্দেশনা মানছে না দেশের সরকারি-বেসরকারি অনেক ব্যাংক। নীতিমালা লঙ্ঘন করে ব্যাংকের পর্ষদ সভায় উপস্থিত থাকছে বহিরাগতরা। এর আগে বেশ কয়েকটি ঘটনায় শাস্তিমূলক প্রদক্ষেপ নেয়া হলেও পর্ষদ সভায় বহিরাগতদের উপস্থিতি থামেনি।

এ অবস্থায় আবারো প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, কোনো পরিস্থিতিতেই বহিরাগত, বিশেষ প্রয়োজনে পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সদস্যদের আহ্বান ব্যতিরেকে ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী এবং শেয়ারহোল্ডার পরিচালনা পর্ষদ ও পর্ষদের সহায়ক কমিটির সভায় উপস্থিত থাকতে পারবেন না।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে আজ বৃহস্পতিবার এ প্রজ্ঞাপন জারি করা হয়। বিভাগটির মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের কপি দেশের সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান ও শীর্ষ নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও