ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬ জন করোনায় আক্রান্ত

প্রথম আলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০, ১৮:৩১

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন-সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যরা সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যাটি ১৬ বলে আজ বৃহস্পতিবার প্রথম আলোকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী।

করোনায় আক্রান্ত এই ১৬ ব্যক্তির মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, একজন সহ-উপাচার্যের ছেলে ও গৃহকর্মী, পরিবহন ব্যবস্থাপক মো. কামরুল হাসান এবং বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক, টেকনিশিয়ানসহ মোট নয়জন৷

প্রক্টর এ কে এম গোলাম রব্বানী তথ্যগুলো নিশ্চিত করে প্রথম আলোকে বললেন, ‘আক্রান্ত ব্যক্তিদের প্রতি আমাদের অনুরোধ, তাঁরা যেন আইসোলেশনে থাকেন। আমরা তাঁদের সব ধরনের সহযোগিতা করছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও